ষষ্ঠবারের মতো ‘সাম্বা গোল্ড’ পুরস্কার জিতলেন নেইমার

ষষ্ঠবারের মতো ‘সাম্বা গোল্ড’ পুরস্কার জিতলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার।

সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা নির্বাচিত হয়ে এ পুরস্কার জিতেছেন নেইমার। সোমবার (০৬ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ তার হাতে এ পুরস্কার তুলে দিয়েছে।

২০০৮ সাল থেকে চালু হওয়া এ পুরস্কার নেইমার প্রথম জিতেছিলেন ২০১৪ সালে বার্সেলোনায় থাকতে। ২০২০ সাল থেকে টানা তৃতীয়বার ‘সাম্বা গোল্ড’ নিজের দখলে নিয়েছেন পিএসজির এ তারকা। সবমিলিয়ে ১৫ বারের মধ্যে ছয় বার তার হাতে উঠেছে এ পুরস্কার। নেইমারের পরে সর্বোচ্চ তিন বার ‘সাম্বা গোল্ড’ উঠেছে থিয়াগো সিলভার হাতে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) ৩১ বছরে পা রাখা নেইমার ক্লাব এবং জাতীয় দলের হয়ে গত বছর ৪৩ ম্যাচ খেলে ৩২ গোল করার পাশাপাশি করেছেন ২০ অ্যাসিস্ট।

এদিকে নারী বিভাগে ২০২২ সালের ‘সাম্বা গোল্ড’ জিতেছেন আমেরিকান কানসাস সিটি কারেন্ট ক্লাবে খেলা দেবিনিয়া। গত বছর ক্লাব ও দেশের হয়ে ৩১ বছর বয়সী এ ফুটবলার ২৭ গোলের পাশাপাশি ৬ অ্যাসিস্ট করে এ পুরস্কার জিতেছেন।

অন্যদিকে প্রথমবারের মতো সেরা অনূর্ধ্ব-২০ ফুটবলারের পুরস্কার জিতেছেন এনড্রিক। রিয়াল মাদ্রিদের সঙ্গে আগাম চুক্তিবদ্ধ হওয়া এ তরুণ বর্তমানে খেলছেন নিজ দেশের ক্লাব পালমেইরাসের হয়ে। এ ক্যাটাগরিতে দেশ ও দেশের বাইরে খেলা সব তরুণ ফুটবলারদের বিবেচনায় রাখা হয়েছিল।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram