বিচ্ছেদের ঘোষণা দিলেন রাখি সাওয়ান্ত

এবার বিচ্ছেদের ঘোষণা দিলেন রাখি সাওয়ান্ত। স্বামীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগে এ ঘোষণা দেন রাখি তিনি। এদিকে স্বামী আবার বললেন ‘ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় রূপ হলো শ্রদ্ধা করা’। অবশেষে রাখি আদিলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন।

শুরুটা হয়েছিল স্বামী আদিল খানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ দিয়ে। তারপর একের পর এক নাটকের অবতারণা। কখনো ক্যামেরার সামনে বিয়ে না টেকার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছেন আবার কখনো ক্যামেরার সামনে হাসিমুখে বলেছেন, আদিল ও তার মধ্যে আর কোনো তিক্ততা নেই। অবশেষে এত দিনের নাটকের অবসান হতে যাচ্ছে। স্বামী আদিল দুরানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন টেলি তারকা রাখি সাওয়ান্ত।

সংবাদমাধ্যমের কাছে আক্ষেপ প্রকাশ করেন ‘বিগ বস’খ্যাত টেলি তারকার। তিনি বলেন, ‘আদিল আমাকে বলেছিল সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইতে, বলেছিল যে, আমি যদি ক্ষমা চাই তাহলে ও ফিরে আসবে। বলেছিল, ও সবাইকে ছেড়ে দিয়ে আমার কাছে আসবে, কিন্তু আসেনি।’ রাখির গলায় হতাশার সুর। ‘আদিল এখন ওই মহিলার সঙ্গেই থাকছে, ওই মহিলার লজ্জা হওয়া উচিত,’ এমন মন্তব্য টেলি অভিনেত্রীর। দিন কয়েক আগেই নিজের বিয়ের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে আলোকচিত্রীদের সামনে ভেঙে পড়েছিলেন রাখি। ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘বিয়ে কোনো ছেলেখেলা নয়, যেকোনো মূল্যে আমি আমার বিয়ে বাঁচাতে চাই।’

সম্প্রতি নিজের বিরুদ্ধে ওঠা বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের পর ‘সম্মান’-এর গুরুত্ব সম্পর্কে কয়েকটি পোস্ট শেয়ার করেছেন আদিল। তিনি বলেছেন, ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় রূপ হলো শ্রদ্ধা করা। আদিল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি উদ্ধৃতি শেয়ার করেছেন যাতে লেখা ছিল: ‘ভালোবাসার সবচেয়ে বড় অভিব্যক্তি সম্মান করা।’ তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন যেখানে লেখা ছিল: ‘যখন পুরুষ এবং নারীরা পরস্পরকে সম্মান করে এবং বুঝতে শেখে, তখন ভালোবাসার ফুল ফোটার সুযোগ থাকে।’ আবার দিন কয়েক আগেই রাখি আলোকচিত্রীদের জানান, তার ও আদিলের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সেই বক্তব্যের দিন কয়েক পরই ফের ১৮০ ডিগ্রি ঘুরে আদিলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন টেলি তারকা।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram