চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের পূর্ব নির্ধারিত বৈঠক না হওয়ায় আমরণ অনশনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।বুধবার চারুকলার বিষয়ে শিক্ষকদের সাথে বৈঠক করার কথা থাকলেও শিক্ষকরা বৈঠক না করায় একদিনের আল্টিমেডাম দিয়ে এ ঘোষণা দেন ছাত্ররা।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী জহির রায়হান অভি বলেন, গতকাল আমাদের শিক্ষকরা এই বৈঠকের কথা নিশ্চিত করেও আজ আসেননি। আমরা তাদের সাথে কথা বলে সমাধানে আসতে চাই।তিনি বলেন, আন্দোলনের তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও শিক্ষকরা যদি কথা বলতে না চান তাহলে একদিন সময় দিয়ে আমরা রোববার থেকে আমরণ অনশনে যাবো। জীবন দিয়ে হলেও দাবি আদায় করবো।’
গত বছরের দুই নভেম্বর থেকে শুরু হয় চবি চারুকলা ইনস্টিটিউটের আন্দোলন। প্রথমে বিদ্যমান ক্যাম্পাস সংস্কার ও আবাসিক হলের ব্যবস্থাসহ ২২ দাবিতে আন্দোলন করলেও পরে তারা মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলন শুরু করেন।গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৮২ দিন আন্দোলনের পর ক্লাস শুরু করেন। তবে শর্ত সাপেক্ষে চট্টগ্রাম নগরের ক্যাম্পাসেই ভবনের বাইরে ক্লাস করেছেন তারা।
এর আগে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও জেলা প্রশাসক আবুল বাসার মুহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে বৈঠক করেন চারুকলার শিক্ষার্থীরা। বৈঠকে মূল ক্যাম্পাসে স্থানান্তর প্রক্রিয়া শুরু, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, আবাসিক হলের ব্যবস্থা ও ক্যান্টিনের ব্যবস্থার এইসব দাবি পূরণ করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম জেলা প্রশাসক।
এই আশ্বাসে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষার্থীরা। গত সাতদিন ক্লাস চললেও দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার থেকে আবারও আন্দোলনে নেমেছেন তারা।