প্রগতি ইন্ডাস্ট্রিজের এমডির অনিয়ম দুর্নীতি ও শ্রমিকদের হুমকি-ধমকি ও নির্যাতনের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসাবে তাঁর পদত্যাগের দাবিতে সিবিএ, ননসিবিএর এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাড়বকুণ্ড কারখানা গেইটে অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৩০ জানুয়ারি ) দুপুরে ১২ ঘটিকার সময় প্রগতি ইন্ডাস্ট্রিজের বাড়বকুণ্ড কারখানা অফিস গেইটে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সিবিএ সভাপতি মোঃ শাহিজুল আলম বলেন, দুর্নীতিবাজ ব্যবস্থাপনা পরিচালক মোঃ তহিদুজ্জামানের নিয়োগ অবৈধ। অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে তিনি দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার পায়তারা করছে। একটি লাভজনক প্রতিষ্ঠানের কাজকর্ম বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত করছেন। প্রগতি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে অন্যতাই আগামীকাল থেকে আমরা তার বিরুদ্ধে লাগাতর আন্দোলনে যাব।
ব্যবস্থাপনা পরিচালকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বড় প্রমাণ, আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা প্রদান। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না করে, খরচ কমানোর নামে গাড়ি উৎপাদন বন্ধ রাখা। নিয়মতান্ত্রিক কারখানা গেইটের ভিতরের মানববন্ধন ও বিক্ষোপ সমাবেশের নিউজ কভারেজ করতে আসা সাংবাদিকদের গেটের বাইরে এক ঘন্টা আটকে রাখা।
সাধারণ সম্পাদক প্রেমনাথ দাশ বলেন, টেন্ডার ছাড়া মালামাল কেনা, নিয়োগে অস্বচ্ছতা, অনুমোদনহীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, প্রকল্পের কাজ না করেই অর্থব্যয়, সরকারি তেল ব্যবহারে অনিয়মসহ দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছে তিনি প্রগতি ইন্ডাস্ট্রিজকে।
উপস্থিত অন্যান্য বক্তারা হলেন, সহ-সভাপতি মো. আবুল হাশেম, নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, দপ্তর সম্পাদক জনি মুত্সুদ্দি বড়ুয়া, অর্থ সম্পাদক মঞ্জিল হোসেন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন।
উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, ব্যবস্থাপনা পরিচালক প্রগতি ইন্ডাস্ট্রিজে যাবতীয় অনিয়মকে নিয়মে পরিণত করেছেন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনে পরিচালিত প্রতিষ্ঠানটির বিভিন্ন কাজে অনিয়ম করাটা যেন ‘স্থায়ী সংস্কৃতি’তে পরিণত হয়েছে।
এসব অনিয়মের নেপথ্য নায়ক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদুজ্জমান।
তাদের মতে, সরকারের ঊর্ধ্বতন পর্যয়ে এসব অনিয়ম বিভিন্ন সময়ে লিখিতভাবে জানানো হলেও অদ্যাবধি নেওয়া হয়নি কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা। উলটো একরকম নির্বিঘ্নে চলছে সব অনিয়ম। তাতে নির্বিকার কর্তৃপক্ষ।
সাংবাদিকদের গেটের ভিতরে প্রবেশ করতে না দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে কারখানার ইনচার্জ ইঞ্জিনিয়ার হাবিব সাহেব বলেন, আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নিয়েছি। ব্যবস্থাপনা পরিচালক ও শ্রমিক সংগঠনের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে চেষ্টা করব