চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে রোববার রাতে ১১ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন।
কাজ না দেয়ায় চসিকের প্রকল্প পরিচালককে ঠিকাদারদের মারধর মামলার আসামিরা হলেন-সাহাবউদ্দিন (৪৫), সঞ্জয় ভৌমিক কংকন (৪৬), মো. ফেরদৌস (৪৮), সুভাষ মজুমদার (৪৬), হাবিব উল্লাহ খান (৪৮), নাজিম (৪৬), নাজমুল হাসান ফিরোজ (৫০), ফরহাদ (৫০), ইউসুফ (৫০), আশিষ বাবু (৫০) ও আলমগীর (৪৭)।
গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন- সঞ্জয় ভৌমিক কংকন (৪৬) সুভাষ মজুমদার (৪৬), নাজমুল হাসান ফিরোজ (৫০) ও মাহমুদ উল্লাহ (৪৮)।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় রবিবারে মামলা হয়েছে। মামলার পরপরই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে তিনজন এজহারনামীয় আসামি এবং অন্যজন অজ্ঞাত। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রবিবার নগর ভবনে নিজ কক্ষে ঠিকাদারদের হাতে হামলার শিকার হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. গোলাম ইয়াজদানী। এসময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলকও ভেঙে ফেলে হামলাকারীরা। কাজ না দেওয়ায় এই হামলা চালিয়েছে বলে অভিযোগ প্রকল্প পরিচালকের।