আনোয়ারায় ফসলি জমির মাটি কাটার দায়ে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে শওকত আলী নামে এক ব্যক্তিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে বরুমছড়া ইউনিয়নের কানু মাঝির ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, মাটি কাটায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ফসলি জমির টপ সয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram