সাতকানিয়া উপজেলার চরতি এলাকায় নাজিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমাব হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নাজিম উদ্দিন।
নাজিম উদ্দিন বলেন, চরতি ইউপি চেয়ারম্যানের ভয়ে পরিবার নিয়ে এলাকা ছাড়া হয়েছি।চেয়ারম্যান ক্ষমতার জোর দেখিয়ে আমার কাছ থেকে নগদ ১৮ লাখ টাকাসহ অন্তত ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। দখল করে নিয়েছেন আমার ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্য হারিয়ে মানবেতর জীবনযাপন করছি আমি।
তিনি আরো বলেন,আমার ব্যবসা প্রতিষ্ঠান সহজে দখলে নিতে চেয়ারম্যান প্রশাসনকে ব্যবহার করে আমার নামে মিথ্যা মামলা দিয়েছেন।আমাকে জেল এ পাঠিয়েছেন।এসব অপকর্ম করেও ক্লান্ত হয়নি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর।প্রতিনিয়ত আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মোঃ নাজিম উদ্দিনের মেয়ে নাহিদা সুলতানা, স্ত্রী রিফুল জান্নাত, মেয়ে তাছকিয়াতুল জান্নাত নাবিলা, মেয়ে তাসফিয়া তাবাস্সুম নিশাত, বড় ভাই মফজল সওদাগর, মেঝ ভাই মোঃ নাসির উদ্দিন প্রমুখ।