প্রশাসনকে দলীয়করণ করা হয়নি: তথ্যমন্ত্রী

সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে বলে বিএনপি যে অভিযোগ করছে সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রশাসনকে দলীয়করণ করা হয়নি বরং সরকার ও প্রশাসন একযোগে কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দলীয়করণ নিয়ে বিএনপির অভিযোগ অমূলক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার প্রশাসনকে নিয়ে কাজ করে। সরকারের রাজনৈতিক অংশ ও প্রশাসনিক অংশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এদের একসঙ্গে কাজ করতে হয়।

এছাড়া সরকার তার কর্মসূচি বাস্তবায়ন প্রশাসনের মাধ্যমে করে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, সরকার প্রশাসনকে কোনোভাবেই দলীয়করণ করেনি এবং করার কোনো পরিকল্পনাও নেই।

হাছান মাহমুদ আরও বলেন, ‘আজকে যারা ডিসি, সচিব কিংবা বিভাগীয় কমিশনার হয়েছেন, তারা তাদের যোগ্যতা দিয়েই হয়েছেন। সুতরাং প্রশাসনকে আমরা কখনো দলীয়করণ করিনি। বরং এরআগে বিএনপি যখন ক্ষমতায় ছিল- জিয়াউর রহমান, খালেদা জিয়া ও সাত্তারের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল।’

একই আয়োজনে তথ্যমন্ত্রী জানান, ডিসিদেরকে জেলা পর্যায়ে গুজব প্রতিরোধে নানা ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। জেলা পর্যায়ে অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি, ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজব ছড়ানো হলে, তা দ্রুত তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের (ডিসি)। সেই সঙ্গে গুজব অমূলক প্রমাণ করে সত্য তথ্য প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন কেন্দ্রিক গুজব প্রতিরোধে ডিসিদের কোনো নির্দেশনা দেয়া হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়নি। কারণ সরকার নির্বাচন আয়োজন করে না। নির্বাচন আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন সংক্রান্ত কোনো নির্দেশনা দিতে হলে জেলা প্রশাসকদের নির্বাচন কমিশনে দেবে। সেটি এখানে আমরা আলোচনা করিনি।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram