নগরীর বাকলিয়া এলাকায় নিরাপদ প্রসব সেন্টার নামে একটি ভুয়া ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কাগজপত্র না থাকায় ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি জানান, ভুয়া ওই ক্লিনিকটিতে নরমাল ডেলিভারির প্রলোভনে রোগী এনে টাকা হাতিয়ে নিত ফাহিমা শাহাদাত ও তার স্বামী শাহাদাত হোসেন। সম্প্রতি ওই ক্লিনিকে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে বুধবার ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানে ক্লিনিকের কোনো অনুমোদন না থাকায় তা সিলগালা করে দেয়া ও পরিচালক শাহাদাত হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সামান্য ধাত্রীর প্রশিক্ষণ নিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অপচিকিৎসা করার অপরাধে ফাহিমা শাহাদাতের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।