কুমিল্লা থেকে চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি দিপ্তী গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার মিয়ামী হোটেল থেকে চট্টগ্রাম যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার মিয়ামী হোটেল থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দিপ্তী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের পরিদর্শক মর্যাদার একজন কর্মকর্তা। তিনি বলেন, যুবদল নেতা দিপ্তীকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে কিনা সেটা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সিএমপি সূত্রে জানা গেছে, দিপ্তীকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম কোতোয়ালী থানার একটি টিম কুমিল্লা রওয়ানা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম কাজির দেউড়ি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মোশাররফ হোসেন দিপ্তী এজাহার নামীয় আসামি। কুমিল্লা থেকে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হবে এবং বুধবার আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে রিমান্ড আবেদন করবে বলেও জানান সিএমপির ওই কর্মকর্তা।

দিপ্তীকে গ্রেপ্তারে যুবদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং নগর বিএনপি নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে তাকে মুক্তি দেওয়ার দাবী জানিয়েছেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram