ইউনিওসান শিপিংয়ের অফিসে কর্মকর্তাদের হুমকির অভিযোগে থানায় জিডি

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় ইউনিওশান শিপিং লাইনস লিমিটেড এর অফিসে এহসান আহমদসহ অজ্ঞাত একদল লোক এসে হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ ১৭ জানুয়ারি,মঙ্গলবার ডবলমুরিং থানায় জিডিটি দায়ের করেন ইউনিওশানন শিপিং লাইনস লিমিটেডের ডিজিএম মো.আবদু ছাত্তার।

জিডি সুত্রে জানা যায়, গত ২ জানুয়ারি সকাল ১১ টার দিকে এহসান আহমেদ নামের একজন লোক অফিসে এসে কোম্পানির চেয়ারম্যান আজিজুর রহমান ও এমডি অঞ্জন মজুমদার কে খুঁজতে থাকেন। এসময় তারা অফিসে না থাকায় বিবাদী আব্দুস সাত্তারকে ভেনডোর চিঠিটি দিতে বলেন।তিনি চেয়ারম্যান ও এমডি সাথে কথা বলে চিঠি দেওয়ার কথা বলেন। পরে গত ১৬ জানুয়ারি সন্ধ্যা সাতটার সময় বিবাদী ফোন করে কোম্পানির চেয়ারম্যান ও এমডি দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এসময় তিনি বিবাদীকে বোঝাতে গেলে গালিগালাজসহ হুমকি প্রদান করেন। বিবাদী আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একদল লোক নিয়ে অফিসে এসে কোম্পানির এমডি ও চেয়ারম্যান কে খুঁজতে থাকেন।এসময় তাদের না পেয়ে আবার প্রকাশ্যে হুমকি দিতে থাকেন।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক মাহবুব রব্বানি অপু জিডির বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram