আজ থেকে মুরাদপুর-অক্সিজেন সড়ক বন্ধ

চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত সড়কের যান চলাচল আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে।নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এই সড়কটি সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছে ।

এসময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ওই সড়কে ব্যানার টাঙিয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরের বিভিন্ন খাল, কালভার্ট ও ড্রেন সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। প্রকল্পের এসব কাজ করতে গিয়ে বিভিন্ন সড়কের ড্রেন, কালভার্ট সংস্কারের প্রয়োজন দেখা দেয়। এ জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে নগরের মুরাদপুর থেকে অক্সিজেন সড়কটি।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram