সমাজের অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষের ভরসার ঠিকানা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম বিভাগের নব গঠিত কমিটির শপথ গ্রহণ ও ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাদেরের সঞ্চালনায় ও সভাপতি সেতারা গফফারের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় কমিটির দামপাড়া ওয়াসার মোড় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায়, নতুন কমিটির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগের প্রধান উপদেষ্টা, অধ্যাপক মোহাম্মদ নুরুল আনোয়ার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান বক্তার বক্তব্য রাখেন-সদর দপ্তরের গর্ভনর আমিনুল হক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপদেষ্টা এডভোকেট ফয়জুর রহমান চৌধুরী, নির্বাহী সভাপতি আবুল হাশেম তালুকদার, আব্দুর রব চৌধুরী টিপু, সহ সভাপতি লায়ন ইফতেখার হোসেন খান, সায়মা হক, হুমায়ুন কবির মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ আবুল কালাম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, প্রচার সম্পাদক ইকবাল মুন্না, মহিলা সম্পাদিকা নবুয়াত আরা সিদ্দিকা সহ অন্যান্য মানবাধিকার নেতৃবৃন্দ। চট্টগ্রাম বিভাগের আলোচিত মানবাধিকার কর্মীদের নিয়ে গঠিত, বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটি অনুমোদিত ৬০ সদস্য বিশিষ্ট উক্ত বিভাগীয় কমিটির নবগঠিত পূর্নাঙ্গ কমিটির শপথে অংশ গ্রহণ করেন। সভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে নব গঠিত মানবাধিকার নেতৃবৃন্দ সমাজের নির্যাতিত, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থাকার এবং যেখানে মানবাধিকার লঙ্ঘন সেখানে প্রতিরোধে নির্যাতিতের পক্ষে আইনী লড়াইয়ে থাকার আশাবাদ ব্যক্ত করেন।