সিঙ্গাপুর ও ভারত থেকে এক লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার

সিঙ্গাপুর ও ভারত থেকে এক লাখ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কিনবে সরকার। এতে মোট খরচ হবে ৪২৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৭৫০ টাকা।

বুধবার (৪ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

সভাশেষে বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়ের দুইটি এবং স্থানীয় সরকার বিভাগের দুইটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৭৩৯ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৩৬ টাকা।

তিনি বলেন, খাদ্য অধিদফতরের আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের বাঘাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৫০ হাজার টন নন বাসমতি চাল কেনা হবে। এতে প্রতি কেজি চালের দাম পড়বে ৪২ টাকা ৭ পয়সা।

এদিকে সিঙ্গাপুরের এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা। এক্ষেত্রে প্রতি কেজি চালের দাম পড়বে ৪২ টাকা ৬৮ পয়সা। এ চালও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

 

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram