কাপাসগোলা স্কুল পরিদর্শন করলেন মেয়র

শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে বহিষ্কারের তিনদিন পর সেই স্কুল পরিদর্শন করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে স্কুলে উপস্থিত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগরপিতা।

এ সময় মেয়রকে পেয়ে স্কুল ভবনের নিচে জড়ো শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানান। শিক্ষার্থীদের কথা শুনে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

পরে বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকদের সঙ্গে বৈঠক করে প্রধান শিক্ষকের এমন আচরণের তীব্র নিন্দা জানান মেয়র।

যৌন নিপীড়নের মতো এমন অভিযোগ দিনের পর দিন চলে আসলেও কোনো শিক্ষক কিংবা অভিভাবক এসব ঘটনা আগে সিটি করপোরেশনকে না জানানোয় ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, যে শিক্ষকের কোনো নৈতিকতা নেই, তার শিক্ষার কার্যক্রমে অংশ নেয়ার কোনো অধিকার নেই। ভবিষ্যতেও কোনো শিক্ষকের বিরুদ্ধে মৌখিক অভিযোগ আসলে কঠোর ব্যবস্থা নেয়ার হবে।

রোববার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে যৌন নিপীড়নের অভিযোগ তুলে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অবরুদ্ধের তিন ঘণ্টা পর পুলিশ পাহারায় বিদ্যালয় থেকে বের হন ওই শিক্ষক।

বিভিন্ন সময়ে শিক্ষক মো. আলাউদ্দিন ছাত্রীদের যৌন নিপীড়ন করেছেন। স্কুল ছাত্রীদের নিজ রুমে ডেকে বিশেষ ক্লাস, অশালীন ম্যাসেজ ও কল, ম্যাসেঞ্জারে অশ্লীল ইঙ্গিতসহ নানান অভিযোগ ছিল এ শিক্ষকের বিরুদ্ধে। সবশেষ ৩১ ডিসেম্বর এক ছাত্রীকে হেনস্তা করেন তিনি।

আন্দোলনের মুখে প্রথমে তাকে নগরীর পতেঙ্গা সিটি করপোরেশন স্কুলে বদলি করা হয়। পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় একদিন পর সোমবার (২ জানুয়ারি) ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram