বিবাহ বার্ষিকী উদযাপন করতে দুবাই গেলেন বিদ্যা সিনহা মিম

চলতি বছরের ৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ঢালিউড তারকা বিদ্যা সিনহা সাহা মিম। দিন কয়েক বাদেই তাদের প্রথম বিবাহবার্ষিকী। আর বিশেষ দিন উদ্‌যাপনের জন্য স্বামীকে নিয়ে উড়াল দিলেন মিম।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি স্টোরি দিয়ে লিখেছেন ‘অফ টু দুবাই।’

দুবাই যাত্রা নিয়ে মিম বলেন, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এ সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টি ফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদ্‌যাপনেও অংশ নেব। ১০ দিনের সফর শেষে নতুন বছরের ৮ জানুয়ারি ঢাকায় ফিরব।’

বলা যেতেই পারে মিমের বৃহস্পতি এখন তুঙ্গে। পর পর দুটি ব্লকব্লাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। হাতে রয়েছে বেশ কিছু কাজ। টালিউড সুপারস্টার জিৎতের সঙ্গে দেখা যাবে ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমায়।

ইতোমধ্যেই শুরু হয়েছে সিনেমার কাজ। দেশে ফিরেই আবার উড়াল দেবেন কলকাতায়। কেননা আগামী ১০ জানুয়ারি দ্বিতীয় লটের কাজ শুরু করবেন কলকাতায়। তবে এবারই প্রথম নয়, আগেও ‘সুলতান দ্য সেভিয়র’ সিনেমায় জিৎতের সঙ্গে সিনেমা করেছেন এই ঢালিউড অভিনেত্রী।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram