পাঁচলাইশে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেফতার

নগরীর পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় ১০ দফা দাবিতে বের করা মিছিল থেকে জামায়াত ইসলামী বাংলাদেশের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। যদিও গ্রেপ্তার করা নেতাকর্মীদের নাম-ঠিকানা জানায়নি পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন বলেন, ‘শুলকবহর এলাকা থেকে মিছিলটি বের করে জামায়াত ইসলামী। সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৮জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মিছিলে অংশ নেওয়া জামাত নেতাদের বিরুদ্ধেসহ গ্রেপ্তার ৮জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।’

শুলকবহর মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া মিছিলটিতে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে দেশব্যাপী বিএনপির সঙ্গে যুগপৎ গণআন্দোলনে নামে জামায়াত। ২৪ ডিসেম্বর দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিল করার ঘোষণা দেয় দলটির আমির। একই দাবিতে বিএনপিও গণমিছিল কর্মসূচি পালন করছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram