নোয়াখালীতে হাঁস পার্টি থেকে বিএনপির ২৪ নেতাকর্মী গ্রেফতার

নোয়াখালীর পৌর এলাকায় অভিযান চালিয়ে হাঁস পার্টি থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌর এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতার ওই নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে বিএনপির দাবি, কোনো কারণ ছাড়া জেলা শ্রমিক দলের আহবায়ক মো. দেলোয়ার হোসেনের বাড়িতে হাঁস পার্টি চলাকালীন তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ মো. জাফর উল্যাহ রাসেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. মমিনুল হক কালা মিয়া ও শহর ছাত্রদলের আহবায়ক মো. ওয়াসিমসহ ২৪ নেতাকর্মী রয়েছেন।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, শনিবার (২৪ ডিসেম্বর) জেলা শহরে বিএনপির গণমিছিল হওয়ার কথা রয়েছে। সে মিছিলকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শ্রমিক দলের আহবায়ক মো. দেলোয়ার হোসেনের পৌর এলাকার সোনাপুরের বাড়িতে নেতাকর্মীরা একত্রিত হয়। পরে তার বাড়িতে হাঁস পার্টি করে নেতাকর্মীরা আনন্দ করছিল। এর মধ্যে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা নেই বলেও দাবি করেন তিনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে সোনাপুর দেলোয়ার কমিশনারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram