বাঁশখালী কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সায়েম ফারুকী

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী কলেজিয়েট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সাংবাদিক মো. সায়েম ফারুকী সভাপতি নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নব নির্বাচিত সভাপতি সাংবাদিক সায়েম ফারুকী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানউন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য কাজ করে যাব।

তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু সুফিয়ানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram