লিভারপুলকে হারিয়ে ম্যানচেস্টার সিটির জয়

বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে ক্লাব ফুটবলের ম্যাচ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে ইএফএল কাপের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে পরের রাউন্ডে পা রেখেছে ম্যানচেস্টার সিটি।

বিশ্বকাপে এমবাপ্পের ঝলক দেখার পর আবারও ক্লাব ফুটবলে নিজের জাদু দেখানো শুরু করেছেন সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হল্যান্ড। ম্যাচের মাত্র ১০ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনের বাঁদিকের ক্রস মাথা লাগিয়ে গোল করেন হল্যান্ড।

তার ১০ মিনিট পরই ম্যাচে সমতায় ফেরে লিভারপুল। মিলনারের পাস ডি-বক্সে পেয়ে সহজে গোল করে দলকে সমতায় ফেরান কারভালহো। প্রথম হাফে আর গোল হয়নি। দ্বিতীয় হাফের নেমেই আবারও এগিয়ে যায় সিটি। ডি-বক্সে রিয়াদ মাহরেজ দুর্দান্ত বল কন্ট্রোল করে গোল করেন এই আলজেরিয়ান।

মাহরেজের গোলের এক মিনিট পর আবারও ম্যাচে ফেরে লিভারপুল। সালাহর গোলে সমতায় ফেরে লিভারপুল। তবে ম্যাচের ৫৮ মিনিটে নেথান আকের হেডে গোল পেয়ে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। তবে ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফেরার সহজ সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে গোলকিপারকে ডি-বক্সে একা পেয়েও গোল করতে পারেননি নুনেজ।

এরপর আর গোল করতে না পারায় ৩-২ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। আর এরই ফলে ইএফএল কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয় লিভারপুলের।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram