রাঙ্গামাটিতে বিয়ের প্রলোভনে ধর্ষণ,যুবক আটক

রাঙ্গামাটি জেলার লংগদুতে ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন রানা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে সন্ধ্যায় উপজেলার গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর থেকে হারুন মিয়ার ছেলে নাজমুল হোসেন রানাকে আটক করা হয়।

ভিকটিমের বাবা লংগদু থানায় অভিযোগে উল্লেখ করেন, নাজমুল হোসেন রানা তার মেয়েকে বিয়ের আশ্বাসে গত ২১ ডিসেম্বর অপহরণ করে। ওইদিন সন্ধ্যা থেকে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পাশের একটি আমবাগান থেকে মেয়েকে উদ্ধার করেন। পরে তার মেয়ে পরিবারের সদস্যদের জানান তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, ভিকটিমের বাবা অভিযোগ করলে তাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন তিনি। ছেলেটি ট্রাক্টরের হেলপার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি নিজের দোষ স্বীকার করেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বলেন, ‘ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা অভিযান চালিয়ে নাজমুল হোসেন রানাকে আটক করি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram