বিশ্বকাপের জয়ের উল্লাসে মেতেছে সারা দেশের আর্জেন্টিনা সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত সড়ক থেকে অলিগলি পর্যন্ত। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আনন্দে আত্মহারা ফুটবলপ্রেমীরা।
বাঁধভাঙা উচ্ছ্বাস। ঢাকঢোল-বাঁশির তালে বিজয়োল্লাসে মাতায়ারা হাজার হাজার ফুটবলপ্রেমী। স্লোগানে স্লোগানে মুখরিত অলিগলি। প্রিয় দল ও খেলোয়াড়ের নামে স্লোগান দিয়ে বিজয়ের বার্তা জানান দেন সমর্থকরা।
প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের দেশ কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের উৎসব পুরো বাংলাদেশজুড়ে। পতাকা আর জার্সি গায়ে বের করা হয় নান্দনিক শোভাযাত্রা।
রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার আগেই দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শক। খেলার প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিার জালে দ্বিতীয়ার্ধে এমবাপ্পের দুবার বল জড়ানোর মধ্য দিয়ে সমতায় ফেরে।
অতিরিক্ত টাইম ও পরে টাইব্রেকারে গড়ানো নাটকীয়তার খেলায় ৪-২ গোলে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে আর্জেন্টিনা। দীর্ঘ প্রতীক্ষার জয়ে আনন্দে আত্মহারা ফুটবলপ্রেমীরা।
সমর্থকরা বলেন, ‘আর্জেন্টিনার প্রতি অনেক ভালোবাসা। ৩৬ বছর পর ফের তারা শিরোপা অর্জন করেছে। দলের প্রত্যেকেই মনপ্রাণ দিয়ে চেষ্টা করেছে এবং সফল হয়েছে। আর্জেন্টিনার জয়ে আমরা খুবই আনন্দিত।’
এদিকে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও আর্জেন্টিনার জয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা। আর্জেন্টিনা জয়ের পর মিছিল সহকারে রাস্তায় নেমে পড়েন তারা।
আর্জেন্টিনা ফুটবল দল দ্বিতীয় বিশ্বকাপ জয়ী হয় ১৯৮৬ সালে এবং প্রথম জয় পায় ১৯৭৮ সালে।