ফটো এরিনা বাংলাদেশ এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে ৩ দিন ব্যাপী ডকুমেন্টারী ফটোগ্রাফি কর্মশালা ও ফেব ওয়ার্কশপ অন ডকুমেন্টারী ফটোগ্রাফি অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরীর জামালখান ‘ওয়ান্স ওন প্লাটফর্ম’ এ ১৫ ডিসেম্বর কর্মশালাটি শুরু হয়ে ১৭ ডিসেম্বর শেষ হয়।
এবারের ফটোগ্রাফি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী ও শিক্ষক, কাউন্টার ফটো এর অধ্যক্ষ বিখ্যাত ডকুমেন্টারি ফটোগ্রাফার সাইফুল হক অমি।
এই ৩ দিন ব্যাপী কর্মশালায় একজন ডকুমেন্টারী ফটোগ্রাফার হতে হলে কি কি করতে হবে এবং কি ধরণের জীবন যাপন এর মধ্যে দিয়ে আলোকচিত্রীর জীবন অতিবাহিত করতে হবে তার বিশদ আলোচনা করা হয়।
এই ৩ দিন ব্যাপী কর্মশালায় পৃথিবীর বিখ্যাত বেশ কিছু ডকুমেন্টারী ফটোগ্রাফার এর কাজ এবং বই নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। সেই সাথে অংশগ্রহনকারী ফটোগ্রাফেরদের আলাদা আলাদা গ্রুপ এ ভাগ করে উপস্থাপনা করে বলা হয়। এ ছাড়াও কিভাবে ডকুমেন্টারী ফটোগ্রাফি এর গল্প লিখতে হয় এবং ছবি এডিট করতে হয় তা নিয়ে আলোচনা করা হয়।কর্মশালা শেষে অংশগ্রহনকারীর মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় আয়োজকরা জানান, আলোকচিত্র শিক্ষা প্রসারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন হয়। ভবিষ্যতে আলোকচিত্রের আরো বিভিন্ন নতুন দিক নিয়ে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য এইটা ফটো এরিনা বাংলাদেশের ৫ম ফটোগ্রাফি কর্মশালা।