জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চট্টগ্রামের অধীনে ৪ ক্যাটাগরির পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে মো: নিজাম উদ্দিন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছ।
আজ ১৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় প্রতারণার বিষয়টি ধরা পড়লে নিজামকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়,পরিবার পরিকল্পনা সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী মো: নিজাম উদ্দিন, পিতা ওবাইদুল হক, মাতা: আনোয়ারা বেগম, গ্রাম: তারাকাটিয়া, ৯নংওয়ার্ড মিরসরাই পৌরসভা, রোল নং:১৪০৬০২৪১৬, এর উত্তরপত্রের ওএমআর এর লিখা এবং হাতের লেখা মিলিয়ে দেখার সময় সন্দেহ হলে মৌখিক পরীক্ষা বোর্ডের সদন্যগণ জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি লিখিত কোন পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারেননি। লিখিত পরীক্ষার হাজিরা শীটের স্বাক্ষর ও মৌখিক পরীক্ষার সময় হাজিরা শীটে প্রদত্ত স্বাক্ষরও মিলেনি। এক পর্যায়ে তিনি স্বীকার করেন তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি তার পরিবর্তে মিরসরাই বাজারে নিকটস্থ লিটন চন্দ্র দাস এর মধ্যস্থতায় ১ লক্ষ টাকার বিনিময়ে অন্য ব্যক্তি তার পরীক্ষা দিয়ে দেন। জালিয়াতির মাধ্যমে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়ে আজ মৌখিক পরীক্ষা দিতে আসেন। এমতাবস্থায় পরীক্ষায় প্রতারণার দায়ে তাকে কেতোয়ালি থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।