পুনরায় বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী ও অধ্যাপক আবদুল গফুর।
শনিবার (১০ ডিসেম্বর) বিকালে নগরের নাসিরাবাদের সামারা কনভেনশন হলে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে দু’জন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে ৬ ডিসেম্বর বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরদিন ৭ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ২য় অধিবেশন হওয়ার কথা থাকলেও পরে বাতিল করা হয়।