সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নগর স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ

বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগর জুড়ে প্রতিরোধ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ।

আজ ১০ ডিসেম্বর, শনিবার সকাল থেকে বিএনপি’র অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে নগর স্বেচ্ছাসেবক নেতা কর্মীরা অবস্থান নেন।নগরীর চৌমুহনী,নিউমার্কেট, চকবাজার, বহদ্দারহাট,মুরাদপুর, অক্সিজেন মোড় ও অলংকার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১টায় নগরীর পুরাতন রেল ষ্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি এড.তসলিম উদ্দিন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বলেন,১০তারিখের ভূত বিএনপি ঘাড় থেকে নামানোর জন্য এদেশের সাধারণ জনগন তৈরী আছে।বিএনপি নামক পাগলের প্রলাপ এখন আর কেউ শুনে না।অগ্নি সন্ত্রাসীদের বিচারের কাঠগড়ায় জনগন একদিন ঠিকই দাড় করাবে।বর্হিবিশ্বে দেশ বিরোধী অপ্রচার চালিয়ে তারা এদেশের শত্রুতে পরিণত হয়েছে।এদেশের মানুষ যে উন্নয়নের স্বপ্ন দেখেছিল তা শতভাগ বাস্তবায়ন করেছেন বলেই বাংলার মানুষের একমাত্র আস্থার নাম মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি মনোয়ার জাহান মনি,আজিজ মিছির, নাজমুল হুদা শিপন,আজাদ খান অভি,মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক মাসুদ খান,দেবাশীষ আচার্য্য সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশ শেষে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মিরা বিপুলসংখ্যক মোটর সাইকেল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram