ইনজুরি শঙ্কা কাটছে না আর্জেন্টাইন শিবিরে

ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বড় এক হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। সেই হার থেকে ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেসির দল। এবার সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। কারণ তার আগেই ইনজুরির কবলে পড়েছে আর্জেন্টিনার দুই ফুটবলার।

শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আলবিসেলেস্তারা। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে বেশ বড় একটা বিরতি পেয়েছে আর্জেন্টিনা। মাঝে রদ্রিগো ডি পলের হ্যামস্ট্রিং ইনজুরি কোচকে কিছুটা ভাবালেও আর্জেন্টাইন মিডফিল্ডার আশ্বাস দিয়েছেন তিনি সুস্থ আছেন। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন আর্জেন্টিনার এ মিডফিল্ডার। আশঙ্কা রয়েছে, এ চোটেই তার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার।

এদিকে ডি পল ছিটকে গেলে মধ্যমাঠ নিয়ে ভাবতে হবে স্ক্যালোনিকে। যদিও প্ল্যান ‘বি’ অনুযায়ী তার জায়গায় খেলবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফলে তখন আর্জেন্টিনার মধ্যমাঠ সাজাতে হবে লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে। আর এভাবেই শেষ দুদিন খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন কোচ।

এদিকে ইনজুরির শঙ্কায় আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজও। গোড়ালির প্রচণ্ড ব্যথা নিয়েই এবারের বিশ্বকাপ শুরু করা লাউতারো মার্টিনেজ প্রতিদিনই মাঠে নামার আগে নিচ্ছেন ব্যথার ইনজেকশন। আর তাতে নিজের সেরা ছন্দটা খুঁজে পাচ্ছেন না ইন্টার মিলানের এ স্ট্রাইকার। নেদারল্যান্ডস ম্যাচের এক দিন আগে এসব তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত এজেন্ট আলেসান্দ্রো কামাচো।

যদিও কামাচো জানিয়েছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে পাওয়া যাবে। কিন্তু শেষ ষোলোর ম্যাচে কোচ তাকে সেরা একাদশে রাখেননি। খেলেছেন ম্যাচের শেষ কয়েক মিনিট। তাতে শঙ্কা জোরালো হয়েছে আরও। তবে নিজের সেরা ছন্দে না থাকলেও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লাউতারোকে হারানোটা বড়সড়ো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আর্জেন্টিনার জন্য।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram