চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল না করার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, হাসপাতালটি রেলওয়ের অন্য কোথাও হবে।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় রেলমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুষ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি ছিল সিআরবিতে হাসপাতাল না করার। সেই দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন সিআরবিতে হাসপাতাল নির্মাণকাজ যাতে না করে।
মন্ত্রী আরও বলেন, ‘আমরা এমন কোনো প্রকল্প চাই না, যেটি জনগণের বিপক্ষে যায়। আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পক্ষে রয়েছে।’
২০২০ সালে রেলওয়ের জায়গায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী চট্টগ্রামের সিআরবি এলাকায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ১০০ আসনবিশিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ।
২০২১ সালের জুন থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আসছেন চট্টগ্রামবাসী।