বিয়ের আগে যৌন সম্পর্ক করলেই ১ বছরের জেল!

বিয়ের আগে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। কোথাও রয়েছে জরিমানা, আবার কোথাও রয়েছে কারাদণ্ডের বিধান। এক্ষেত্রে সাধারণত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কঠোর আইন থাকলেও, এবার দক্ষিণ-এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় পাস হতে হতে যাচ্ছে এ সংক্রান্ত ফৌজদারি আইন।

শুক্রবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ালে এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে চলতি মাসেই নতুন একটি ফৌজদারি আইন পাস করতে পারে ইন্দোনেশিয়ার সংসদ।

এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিবিদ বামবাং উরিয়ান্তো বিবিসিকে জানান, আগামী সপ্তাহের প্রথম দিকে আইনটি পাস হতে পারে। এটি পাস হলে, তা শুধু ইন্দোনেশিয়ার নাগরিক নয়; বিদেশিদের জন্যও একইভাবে প্রযোজ্য হবে।

তবে কোনো পক্ষ স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে কিংবা বিবাহিত কোনো ব্যক্তি যদি বিয়ের বাইরেও যৌন সম্পর্কে লিপ্ত হয় এবং সেক্ষেত্রে ভুক্তভোগী স্বামী বা স্ত্রী যদি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান; কেবল সেক্ষেত্রেই এ বিষয়ে শাস্তি কার্যকর হবে।

এছাড়া অবিবাহিত কোনো নারী বা পুরুষের বাবা-মা যদি তাদের সন্তানের বিরুদ্ধে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ করেন, তাহলে দোষী সাব্যস্ত ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্য ‍ইন্দোনেশিয়া। তবে নতুন এই আইন পাস হলে পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ব্যবসায়ী গোষ্ঠী।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram