ইতিহাস গড়া গোল করে লাল কার্ড খেলেন আবু বকর!

দীর্ঘ ৯০ মিনিট খেলার পরও গোল করতে পারেনি কোন দল। অতিরিক্ত ৯ মিনিটে গোলের দেখা পায় ক্যামেরুন। আর সেই ইতিহাস গড়া গোল করে আনন্দের বাঁধ ভেঙে যায় আবু বকরের। জার্সি খুলে সবার সাথে উদযাপন করেন তিনি। নিয়ম অনুযায়ী, জার্সি খোলার শাস্তি হিসেবে হলুদ কার্ড দেখানো হয়। আবু বকর সেটি তো দেখলেনই, সাথে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলেন রেফারি!

ক্যামেরুনের ইতিহাস গড়া ম্যাচে জয়ের নায়ক তাদের অধিনায়ক ভিনসেন্ট আবু বকর। গোল করার পর তাকে কিনা দেখতে হল লাল কার্ড!

ইতিহাস গড়া গোল করে আনন্দের বাঁধ ভেঙে যায় আবু বকরের। জার্সি খুলে সবার সাথে উদযাপন করেন তিনি। নিয়ম অনুযায়ী, জার্সি খোলার শাস্তি হিসেবে হলুদ কার্ড দেখানো হয়। আবু বকর সেটি তো দেখলেনই, সাথে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলেন রেফারি!

তবে জার্সি খোলার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেননি আবু বকর, এই হলুদ কার্ড দেখার আগেই যে ব্রাজিলের মার্টিনেল্লিকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

জার্সি খোলার পর দেখা হলুদ কার্ডটি ছিল ম্যাচে তার দ্বিতীয়। আর দুই হলুদ কার্ডে যে লাল হয় সেটি সবারই জানা।

তবে যে কীর্তি গড়েছেন তাতে এসবের থোড়াই কেয়ার করবেন আবু বকর। লাল কার্ড দেখানোর সময় রেফারির সঙ্গে তার হাত মেলানো আর মুখের চওড়া হাসিটাই বলে দিচ্ছিল, ইতিহাসের পাতায় নিজের নাম আজীবনের জন্য লিখিয়ে নেওয়ার তৃপ্তি উপভোগ করতে শুরু করেছেন আবু বকর।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram