মোটরসাইকেল কে ধাক্কা দিয়ে টেনেহিঁচড়ে এককিলোমিটার দূরে নিয়ে মারলো প্রাইভেট কারের চালক।নিহত নারীর নাম রুবিনা আক্তার (৪৫)।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে শাহবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিউমার্কেট ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহবুব আলম জানান, দুপুরে দেবর নুরুল আমিনের মোটরসাইকেলে করে শাহবাগ থেকে হাজারীবাগের দিকে যাচ্ছিলেন ওই নারী। এ সময় শাহবাগ মোড়ে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে স্থানীয় জনতা গাড়িটিকে জব্দ করে এবং রুবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক প্রাইভেটকারের চালক গণধোলাইয়ের শিকার হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তার নাম জাফর শাহ। তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে দাবি করেছেন।