পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছরে পাহাড়ে খুন ১৩০৫

পাহাড়ে প্রায় আড়াই দশকের বেশি সময় ধরে চলা শান্তি বাহিনী নামক গেরিলা বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে তিন পার্বত্য জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটানোর প্রত্যাশাই ছিল চুক্তির মূল উদ্দেশ্য। কাগজে কলমে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নাম হলেও দেশ বিদেশের পর্যবেক্ষকরা এই চুক্তির নাম দিয়েছিল শান্তিচুক্তি। চুক্তির ফলে প্রধানমন্ত্রী দেশ বিদেশে প্রশংসা পাওয়ার পাশাপাশি নানা পুরস্কার ও উপাধী অর্জন করেন। শান্তির আশায় চুক্তি করে সন্ত্রাসীদের পুনর্বাসন ও নানাভাবে প্রভূত সুযোগ সুবিধা দেওয়া ছাড়াও সেনাক্যাম্প গুটিয়ে নেওয়ার আজ ২৫ বছর পূর্ণ হতে চললেও পাহাড়ে শান্তি ফেরেনি আজও।

সামরিক-বেসামরিক বিভিন্ন দায়িত্বশীল সরকারী একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুসারে পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা সন্ত্রাসীদের হাতে চুক্তির পূর্ববর্তি সময়ে ১৯৭৪ থেকে পাহাড়ে ব্যাপকহারে সশস্ত্র তৎপরতা শুরু করে সেসময়কার শান্তিবাহিনীর সদস্যরা। এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে নিহত, আহত ও অপহরণ/নিখোঁজের শিকার হয়েছে অন্তত ৮১৪০ জন।

তার মধ্যে পাহাড়ি ১১৩৮, বাঙ্গালী ১৪৪৬ নিয়ে নিহত হয়েছে সর্বমোট ২৫৮৪ জন। এই সময়ের মধ্যে আহত হয়েছে (উপজাতীয়-৮২০, বাঙ্গালী-১৭৯৮) ২৬১৮ এবং অপহরণের শিকার হয়েছে (উপজাতীয়-১৮০০,বাঙ্গালী-১১৩৬ জন)সর্বমোট ২৯৩৬ জন।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পাহাড়ের বিরাজমান সশস্ত্র তৎপরতার বন্ধে অত্রাঞ্চলের জনগণের পক্ষে তৎকালীন আওয়ামীলীগ সরকারের সঙ্গে সমঝোতায় গিয়ে শান্তিচুক্তিতে আবদ্ধ হয়েছিলো সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

কিন্তু সবুজ-শ্যামল ছায়া সুনিবিড় পার্বত্য চট্টগ্রামে আজও শান্তি অধরা। দীর্ঘ এই পথপরিক্রমায় ইতিমধ্যেই পাহাড়ের অভ্যন্তরে বিরাজ করছে সশস্ত্র সন্ত্রাসীদের বারুদের গন্ধ। প্রতিনিয়তই স্থানীয় ভ্রাতৃঘাতি সংঘাতের বলি হওয়া মানুষের রক্তের রক্তিম হচ্ছে পাহাড়ে পরিবেশ। এতে সর্বশেষ যুক্ত হয়েছে বুধবার ৩০ নভেম্বর রাঙামাটির সাজেকে প্রতিপক্ষের গুলিতে নিহত জেএসএস এর কর্মী সজীব চাকমা(২২)। গতবছরও ঠিক একই তারিখে রাঙামাটি সদর উপজেলায়ও আবিস্কার চাকমা নামের একজনকে হত্যা করেছিলো পাহাড়ি সন্ত্রাসীরা।

এদিকে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের রক্ষাসহ অত্রাঞ্চলের ভূখন্ড রক্ষায় দায়িত্বপালন করতে গিয়ে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় সেই একাত্তর থেকে চলতি ২০২২ এর সেপ্টেম্বর মাস পর্যন্ত সর্বমোট ৩৮০ জন সদস্য শহীদ হয়েছে। তারমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর-১৭১, বিজিবি’র-১১১, পুলিশের-৩২ ও আনসার ব্যাটালিয়নের রয়েছে ৩৮০জন। এই সময়ের মধ্যে আহত হয়েছে ৪৪৬জন। আহতদের মধ্যে ২৪১জন সেনা সদস্য,বিজিবি’র ১০২, পুলিশের ৯০, আনসার বিডিপির রয়েছে ১৬ জন।

পাহাড়ের মানুষের আত্মসামাজিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রামে সর্বমোট ৪৬০০ কিলোমিটার সড়ক পথ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে চুক্তির পূর্বে ১৯৭২ থেকে ১৯৯৭ পর্যন্ত ছিলো ১১৬০ কিমি: আর চুক্তির পরবর্তীতে চলতি ২০২২ এর সেপ্টেম্বর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ৩৪৪০ কিলোমিটার সড়ক। এছাড়াও সীমান্ত সড়ক প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ১০৩৬ কিলোমিটার সড়ক। আগামী ২০২৪ সালের ৩০শে জুন এই প্রকল্পটি শেষ হবে বলে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনষ্টাকশন সূত্রে জানাগেছে।

এখন পর্যন্ত পার্বত্যাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারী ৪৩টি হাসপাতাল,বেসরকারি হাসপাতাল-১৬টি, সরকারী ৩৮৫টি ক্লিনিক, বেসরকারী-৫১ নিয়ে সর্বমোট ৪৯৫টি হাসপাতাল/ক্লিনিক স্থাপন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টিতে ইতিমধ্যেই তিন পার্বত্য জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পসহ সর্বমোট ৭৩২৯টি শিল্প-কলকারখানা স্থাপন করা হয়েছে। তারমধ্যে কল-কারখানা সরকারি-৮টি, বেসরকারী-৩২টি, ক্ষুদ্র ও কুটির শিল্প সরকারী-১১টি ও বেসরকারি-৭২৮৮টি রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে জানাগেছে, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিগত ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় ১ লক্ষ ৩০৫৬৩ জনকে শীতবস্ত্র বিতরণ, ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। ১৬৯টি গভীর নলকূপ স্থাপন, ১ লাখ ৫৩৯৪৪ জনকে ত্রাণসামগ্রী, ৫৩ হাজার ৭২৯জনকে আর্থিক অনুদান, ১০৫৬টি ধর্মীয় উপাসনালয়, ব্রীজ-যাত্রী ছাউনি-৩১২টি, ৮৮৫ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১২৬১টি উম্মুক্ত চলচ্চিত্র প্রদর্শণ করা হয়েছে। বিনামূল্যে ১৩৩টি চক্ষু শিবির কর্মসূচীর মাধ্যমে ২১৪২৭ জনকে এবং বিনামূল্যে ৩০ হাজার ৫৯০টি চিকিৎসা সেবার মাধ্যমে ৬ লক্ষ ৬২ হাজার ৭০৭জনকে সেবা প্রদান করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সর্বমোট ১২৮টি গুচ্ছগ্রাম রয়েছে। এই গুচ্ছগ্রামগুলোতে বাঙ্গালী ৪৪৯২৮ ও পাহাড়ি পরিবার রয়েছে ২৬৭৭টি। এতে করে প্রায় ২ লাখ ২০ হাজার জনসংখ্যার বসবাস রয়েছে। এই জনসংখ্যার মধ্যেই কর্মহীন বেকার অবস্থায় রয়েছে ৯৪ হাজার ৬৩৪জন বাঙ্গালী ও ৬ হাজার ৮৪৯জন উপজাতীয়।

পার্বত্য চুক্তির পর হতে ২০২২ এর অধ্যবদি পর্যন্ত পার্বত্য তিন জেলায় নতুন করে ১৪৭টি কিন্ডারগার্ডেন, ৮১২টি প্রাথমিক বিদ্যালয়, ৪০৪টি হাইস্কুল, কলেজ ২৫টি, মাদ্রাসা ১৩৩টি, পলিটেকনিক ইন্সটিটিউট-১১টি, নার্সিং ইন্সটিটিউট-১টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়-৩টি(সরকারী-১), একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।

পাহাড়ের মানুষের ধর্মপালনে ইতিমধ্যেই পার্বত্য চট্টগ্রামে ১৬৬০টি বৌদ্ধ কিয়াং, ৭১৪ টি গীর্জা, ৪৪৬টি মন্দির ও ১৪৩৪ টি মসজিদ নির্মান করা হয়েছে বলে সামরিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

এতোকিছুর পরেও পার্বত্য চট্টগ্রামে থেমে নেই হত্যার রাজনীতি। অত্রাঞ্চলে বিগত ২৫ বছরে ৯০১জন পাহাড়ি,৩৯০ বাঙ্গালীসহ সামরিক/আধাসামরিক বাহিনীর মোট ১৩০৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে সর্বমোট ১৮২৩ জন। চুক্তির পরবর্তী সময়ে ২৫ বছরে পাহাড়ে অপহরণের শিকার।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram