চট্টগ্রামে শুরু হলো তিনদিন ব্যাপি কোরিয়ান মুভি ও পপ ফেস্টিভ্যাল

কোরিয়ান এসোসিয়েশন অব চট্টগ্রাম এর উদ্যোগে তিন দিন ব্যাপী কোরিয়ান মুভি ও পপ ফেস্টিভ্যাল শুরু হয়েছে চট্টগ্রামে।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে প্রধান অতিথি থেকে এই ফেস্টিভাল উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযুদ্ধা এম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন কোরিয়ার রাস্ট্রদ্যূত লি জাং কিউন, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, কোরিয়ান এসোসিয়েশনের চেয়ারম্যান জিনহোক পাক, কো অর্গানাইজার ইমু চৌধুরী, কোরিয়ার অনারারি কনসাল, পিএইচপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

মেয়র রেজাউল করিম বলেন, কোরিয়ান সংস্কৃতির এই প্রদর্শনী আমাদের সংস্কৃতিকে আরও বেশি সম্বৃদ্ধ করবে।

কোরিয়ার রাস্ট্রদ্যূত লি জাং কিউন বলেন, এই দেশের মানুষ ও সংস্কৃতি আমাকে মুগ্ধ করেছে।

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, কোরিয়ান ফেস্টিভ্যাল এসে আমি সত্যই মূগ্ধ হয়েছি। দুই দেশের সংস্কৃতির এই উৎসব দুই দেশের সম্পর্ক কে বাঁচিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখবে।

কোরিয়ান এসোসিয়েশনের চেয়ারম্যান জিনহোক পাক বলেন, বাংলা সংস্কৃতিকে আমি অনেক পছন্দ করি। দুই দেশের সংস্কৃতির আদানপ্রদান আমাদের সম্পর্ককে আরও মজবুত করবে।

মহসিনবিশেষ অতিথি মোহাম্মেদ মহসিন বলেন, দীর্ঘ দিন থেকে আমি কোরিয়ার অনারারি কনসাল হিসেবে যুক্ত আছি। কোরিয়ান এসোসিয়েশন অব চট্টগ্রাম যে ফেস্টিভ্যালের আয়োজন করেছে তা দুই দেশের সম্পর্ক কে আরও বেশি দূঢ় করবে।

ফেস্টিভ্যালে পারফর্ম করেন ঢাকা থেকে আগত শিল্পীরা। কোরিয়ান ছাড়াও ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন চায়না,শ্রীলঙ্কা ও বাংলাদেশি দর্শনারার্থী।

কো অর্গানাইজার ইমু চৌধুরী জানান, আমরা সাকশেসফুলি অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করার চেষ্টা করবো।ফেস্টিভ্যালে স্টল দিয়েছেন বারকোড, দ্য সিগনেচার বিসমিল্লাহ জুস ঘর এবং টংসা ক্যাফে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram