চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৩০ হাজার ১৩ জন। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৬৬৪ জন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এই বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ ও ছাত্রী পাসের হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ৭৭৫ জন ও ছাত্রী ১০ হাজার ৮৮৯ জন।
বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮১। মানবিকে পাসের হার ৭৮ দশমিক ৮২ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ।