আগামী ৪ঠা ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে আগমন উপলক্ষ্যে পটিয়া উপজেলা ছাত্রলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী বলেন, ৪তারিখ পলোগ্রাউন্ড মাঠে জনতার সমুদ্রে সাঁতার কাটবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, লন্ডনে বসে বাংলাদেশে নাশকতার ছক কষছে বিএনপি ৷ তাদের উদ্দেশ্য কোনদিন সফল হবে না, যদি কোথাও নাশকতা করার চেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগ উচিত জবাব দিতে দেরী করবে না৷”
রবিবার (২৭ নভেম্বর) বিকালে হুইপের পটিয়া কার্যালয়ে পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরফাত শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান, পটিয়া পৌরসভা সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, নূর উর রশীদ চৌধুরী এজাজ প্রমুখ।