চারপাশে আলোর ঝলকানি।সেজেগুজে উপস্থিত একঝাঁক সদ্য পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করা তরুণ-তরুণী।আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো “গালা নাইট”।
গত ২৫ শে নভেম্বর চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের “সিলভার স্পুন” রেস্টুরেন্টে আয়োজিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২৩ তম ব্যাচের গালা নাইট।প্রায় শতাধিক ছেলে মেয়ে উপস্থিত ছিলো এ আয়োজনে।
মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন,নানা ধরণের মজার গেমস এবং স্মৃতিচারণে মেতে ছিলো উপস্থিত সকলে।
২৩ তম ব্যাচের শিক্ষার্থী তানজীমা ফাতিমা ইকরা বলেন, “আবারও খুব পরিপাটিভাবে নিজেদের মধ্যে হাসি, আড্ডা, কবিতা, গান, নাচ ও গেমস নিয়ে সুন্দর সময় কাটিয়েছি। দিনশেষে এই মূহুর্তগুলোই আমাদের জন্য সবচেয়ে মূল্যবান স্মৃতি। সব কিছু হারিয়ে যায় শুধু স্মৃতিগুলোই থেকে যায়। ২৩তম ব্যাচ মানে আমার কাছে একটা রঙিন ঝুড়ি। সবাইকে ধন্যবাদ যারা এ প্রোগ্রামগুলোর আয়োজনে মনে প্রাণে সাহায্য করেছে”
২৩ তম ব্যাচের অপর এক শিক্ষার্থী মোঃ আরফাত উদ্দিন মামুন বলেন,”সত্যিই অসাধারণ এক সন্ধ্যা কাটিয়েছি আমরা।কিছুদিনের মধ্যেই আমরা সবাই হয়ত নিজ নিজ কর্মস্থলে যুক্ত হয়ে যাবো কিন্তু এই স্মৃতিগুলো আমরা সারাজীবন রোমন্থন করে যেতে পারবো।উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ।এদের সকলের উপস্থিতি ছাড়া আমরা কখনোই এত সুন্দর আয়োজন সফলভাবে করতে পারতাম না”
গত ১০ ই নভেম্বর এই ২৩ তম ব্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “পোস্ট গ্র্যাজুয়েশন সিরেমনি” আয়োজন করে যেখানে শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের সকলেই উপস্থিত ছিলো।তারই ধারাবাহিকতা ছিলো এই “গালা নাইট”।এরমধ্যে দিয়ে ২৩ তম ব্যাচ তাদের শিক্ষাজীবনের এক সুন্দর পরিসমাপ্তি ঘটিয়েছে।