প্রকৃতিকে বিপর্যয়ে ফেলে এমন কোনো প্রকল্প গ্রহণ ও দফায় দফায় প্রকল্পের মেয়াদ না বাড়ানো নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় এ সব কথা বলেন তিনি। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে একনেক সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া নদীর নামে সবসময় সেতু করার কথা বলেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
এ বৈঠকে ময়মনসিংহ ও চট্টগ্রামের কারাগারের নিরাপত্তার আধুনিকায়নের জন্য ১৭ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একনেক সভায় মোট ৪ হাজার ৮২৬ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন দেয়া হয়