রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) অগ্নিকাণ্ডের ঘটনার পর সাময়িকভাবে সার উৎপাদন বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে সিইউএফএলের প্রাইমারি রিফরমারি ওয়েস্টেস বয়লারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিইউএফএলের নিজস্ব দুইটি ফায়ার ট্রাক আধঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
আগুন নেভানোর কাজে সহযোগিতার লক্ষ্যে ঘটনাস্থলে ছুটে আসে কাফকোর একটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর দুইটি গাড়ি।
সিইউএফেএলের উপ ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাহমুদুর রহমান জানান, নিজস্ব ফায়ার ট্রাক দিয়ে আমাদের কর্মীরা আগুন দ্রুত নেভাতে সক্ষম হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
ক্ষয়ক্ষতি পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতকাজ শেষে উৎপাদন পুনরায় শুরু হবে।
তিনি জানান, এ কারখানায় প্রতিদিন গড়ে ১১০০-১২০০ টন সার উৎপাদিত হয়।