কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে দুইটি মামলা দায়ের করেছে।মামলা দুইটিতে আসামী করা মাদক ব্যবসায়ী হানিফ ও শরীফসহ প্রায় ২২৪ জনকে।
শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানায় মামলা দুইটি দায়ের করে চান্দগাঁও থানা পুলিশ। এদিকে ঘটনার পর ব্লক রেইড দিয়ে আট জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, রাব্বি ইসলাম রবিন প্রকাশ মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম প্রকাশ সুন্দরী হিজড়া (২০), বাদশা প্রকাশ ববিতা হিজড়া (১৮), আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫) ও মো. ইব্রাহিম (২৮)।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি উপ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘পুলিশের ওপর হামলা, ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় একটি এবং ইয়াবাসহ আটকের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। থানার দুজন এস আই মামলা দুটি দায়ের করেছেন। হামলা মামলায় এজহার নামীয় ১৪জন ও অজ্ঞাত ২১০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে মাদক মামলায় হানিফ ও শরীফকে আসামি করা হয়েছে। আটক আটজনকে ইতোমধ্যে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া মাদক কারবারি হানিফ ও শরীফকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জানান ডিসি মোখলেসুর রহমান। মাদক ব্যবসায়ী হানিফ একাধিক মামলার আসামী বলেও জানান তিনি।