ফরিদপুরের সালথায় প্রেমিকার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে হৃদয় রায় নামে ১৬ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার (৯ নভেম্বর) সকাল পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় বাড়িতে সাউন্ডবক্সে গান বাজিয়ে গলায় ফাঁস নেয় বলে জানায় পরিবার।
হৃদয় আগুলদিয়া গ্রামের কানাই লাল রায়ের একমাত্র ছেলে। সে পেশায় কামার ছিল।
পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয়ের মা পাশের গৌড়িদয়া গ্রামে একটি ধর্মীয় গানের অনুষ্ঠানে যান। তার বাবা বাড়ির সামনের দোকানে চা খেতে যান, ওই দোকানে সন্ধ্যার পর হৃদয়ও আড্ডা দিত। তবে রাত ১০টা বেজে গেলেও হৃদয়কে দোকানে আসতে না দেখে তার বাবা বাড়িতে যান। এ সময় দেখেন ঘরের মধ্যে সাউন্ডবক্সে গান বাজছে। ঘরের একটি ফুটো দিয়ে দেখেন ছেলের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে ঘরের দরজা ভেঙে ফ্যান থেকে মরদেহ নামায় প্রতিবেশীরা।
প্রতিবেশীরা জানান, ছয়মাস আগে একই গ্রামে এক মেয়েকে নিয়ে পালিয়ে যায় হৃদয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মীমাংসার মাধ্যমে মেয়েকে তার পরিবারের হাতে তুলে দেয় ও ছেলেকে তার পরিবারের কাছে দেয়। কিন্তু তাদের সম্পর্ক চলছিল। ধারণা করা হচ্ছে, ওই সম্পর্কের টানাপোড়েনের একপর্যায়ে হৃদয় ঘরের ভেতরে সাউন্ডবক্সে গান ছেড়ে দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেয়। একমাত্র ছেলেকে হারিয়ে ঘটনার পর থেকে মা-বাবা শোকে কাতর হয়ে পড়েছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হৃদয় প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।