জমকালো আয়োজনে রেডিসন মাতালো ফ্যাশন এন্ড বিয়ন্ড

চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা বলরুম। নিয়ন আলোয় ঝলমলে মঞ্চ ঘিরে আমন্ত্রিত সহস্রাধিক দর্শক। সেই মঞ্চে ঢাকার তারকা মডেলদের অংশগ্রহনে একের পর এক বর্ণাঢ্য ফ্যাশন কিউতে ঝড় তুললো লামোর ইভেন্ট ও অ্যাটায়ার ক্লাব বিডি আয়োজিত ফ্যাশন এন্ড বিয়ন্ড সিজন-৩।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে রেডিসনে অনুষ্ঠিত হয় ‘বিউটাইন রিভাইব প্রেজেন্টস আর্ট ফ্যাশন এন্ড বিয়ন্ড’ সিজন -৩ ‘উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে। এতে তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জাকিয়া বারি মম।

ফ্যাশন কিউ শুরুর আগে ফিতা কেটে ফ্যাশন প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এই সময় উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান আলম শেঠ, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক, সেম ইউপিভিসি ও র‌্যাংকস এফসি প্রপার্টিজের পরিচালক মাহবুব তানভীর, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক ডা. মুনাল মাহমুদ, হাবিব তাজকিরাজের চেয়ারম্যান রুম্মান আহাম্মেদ, ফ্যাশন ব্র্যান্ড আর্টএর চেয়ারম্যান মামুন চৌধুরী, আয়োজক লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব, অ্যাটায়ার ক্লাব বিডি’র ফাউন্ডার আরিফুর রহমান। এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ এই বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সঙ্গীত তারকা হাসান আরিফের পারফরমেন্সের মাধ্যমে ফ্যাশন এন্ড বিয়ন্ডের মূল অনুষ্ঠানের সূচনা হয়। এর পর ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে ঢাকা ও চট্টগ্রামের তারকা মডেলরা ১০টির অধিক ফ্যাশন কিউতে অংশ নেন। ‘উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে’ ফ্যাশন প্যারেডে যেসব ফ্যাশন হাউজ ও ব্র্যান্ড অংশগ্রহন করে তাদের মধ্যে রয়েছে বিউটাইন রিভাইব, আর্ট, ফিট এলিগেন্স. মেগমার্ট, এন্টিক ফ্যাশন, ওয়েস্টউড, অপ্সরা, শেপার, নোয়াইবা। সবগুলো ফ্যাশন কিউ’র কোরিওগ্রাফার ছিলেন ঢাকার আলোচিত ফ্যাশন কোরিওগ্রাফার আশিকুর রহমান পনি। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন ঢাকার বিখ্যাত মডেল, উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ।

বিয়ন্ড

উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে-২০২২ এর আয়োজক লামোর ইভেন্টের কর্ণধার সাদ শাহরিয়ার জানান, গত দুই সিজনের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার আরও বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন এন্ড বিয়ন্ড সিজন-৩। এই ফ্যাশন প্যারেডের যৌথ আয়োজক ছিলো অ্যাটায়ার ক্লাব বিডি, পাওয়ার্ড বাই স্পন্স ফিট এলিগেন্স।
আয়োজনের প্লাটিনাম স্পন্সর বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, ডায়মন্ড স্পন্সর হাবিব তাজকিরাজ, গোল্ড স্পন্সর – মেগামার্ট, সিলভার স্পন্সর- টাচ লেডি বিউটি লাউঞ্জ, ব্রোঞ্জ স্পন্সর- নোয়াইবা, ইন-এসোসিয়েট উইথ এন্টিক ফ্যাশন। কো-স্পন্সর- ওয়েস্টউড বাই এমজেএ, অপ্সরা, শেপার, জাজতানা বুটিক ওয়ার্ল্ড।
এয়ারলাইন্স পার্টনার- ইউএস বাংলা এয়ারলাইন্স, আইসক্রিম পার্টনার- পোলার, বিউটি পার্টনার- আর্ট এন্ড বিউটি বাই আলিফা নুর, হেলথ পার্টনার- চিটাগাং ইউরোলজি এন্ড জেনারেল হসপিটাল, ফটোগ্রাফি পার্টনার- ত্রিয় ভিজ্যুয়াল এবং ফটোম্যানিয়া, ভিডিওগ্রাফি পার্টনার- সাইবারপাংক স্টুডিও, প্রিন্ট পার্টনার- শাইনবিডি, মিডিয়া পার্টনার- ক্যানভাস ও আইস টু-ডে, প্রমোশনাল পার্টনার- মেকআপ এডিকটো।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram