হিমাদ্রী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড বহাল

নগরীর পাঁচলাইশ এলাকায় কুকুর লেলিয়ে হিমাদ্রী মজুমদারকে হত্যার ঘটনায় বিচারিক আদালতের দেওয়া পাঁচজনের মধ্যে মাহাবুব আলী ড্যানি,জাহিদুল ইসলাম শাওন ও জুনায়েদ রিয়াদ নামের তিনজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। রায়ে শাহ সেলিম ওরফে টিপু ও শাহাদাত হোসেন সাজু নামের দুইজনকে খালাস দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার ৩ নভেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো এবং আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী মামলা পরিচালনা করেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ থানার সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ওই স্কুল থেকে ‘এ’ লেভেল পাস করা ছাত্র হিমাদ্রীকে ধরে নিয়ে যান শাওন, রিয়াদ, সাজু ও ড্যানি। পরবর্তীতে তাকে পাঁচলাইশ এলাকায় রিয়াদের বাবা ব্যবসায়ী টিপুর বাড়ির ছাদে নিয়ে আটকে রেখে মারধরের পর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়। এরপর তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয় ।দীর্ঘ ২৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৩ মে হিমাদ্রীর মৃত্যু হয় ।

হিমাদ্রী মৃত্যুর ঘটনা উল্লেখ করে তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে পুলিশের পক্ষ হতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৬ সালের ১৪ আগস্ট চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এর আদালত শাহ সেলিম ওরফে টিপু, শাহাদাত হোসেন, মাহাবুব আলী, শাহ সেলিমের ছেলে জুনায়েদ রিয়াদ ও তার বন্ধু জাহিদুল ইসলাম নামের পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram