যার যার ধর্ম অনুযায়ী পবিত্রতার সাথে সবাই উৎসব পালন করবে: নওফেল

যার যার ধর্ম অনুযায়ী পবিত্রতার সাথে সবাইকে উৎসব পালন ও সর্বক্ষেত্রে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর উদ্যোগে ৫০০জন সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে নগরীর বাদামতলি আগ্রাবাদ কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এ বছর শারদীয় উৎসব ও ঈদ-এ-মিলাদুন্নবী একই মাসে হতে যাচ্ছে।এই উৎসব মুখর পরিবেশে যার যার ধর্ম অনুযায়ী পবিত্রতার সাথে আমরা উৎসব পালন করবো।সবাই সর্বক্ষেত্রে শরিক হব।ধর্ম নিরেপেক্ষ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে যতদিন এই রাষ্ট্র পরিচালিত হবে ততদিন এদেশের সকল সম্প্রদায় ধর্ম, বর্ন,গোত্র,শ্রেনী সমান নাগরিক অধিকার ভোগ করবে।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃরূপে যে রহমত আমাদের জন্য বয়ে এনেছেন সৃষ্টিকর্তার বিশেষ আনুগত্য না থাকলে ১৫আগষ্ট তিনি রক্ষা পেতেন না। তিনি রক্ষা পেয়েছেন বলেই বাংলাদেশেকে তিনি রক্ষা করেছেন মানবতার মা হিসেবে আমাদের আঁকড়ে ধরেছেন তাই আমাদের উচিত তার নিরাপত্তা জন্য সুস্থতা জন্য দোয়া প্রার্থনা ক রায় আমাদের দায়িত্ব ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু,সাংগঠনিক সম্পাদক শফিক আদনান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি তসলিম উদ্দিন, সুজিত দাশ,দেলোয়ার হোসেন ফরহাদ,মনোয়ার জাহান মনি,নাজমুল হুদা শিপন, যুগ্ন সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ রবিন, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram