শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ নিরাপদে ঘুমায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু।
বুধবার নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এইদিন আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কাটার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
অনুষ্ঠানে ইমরান আহাম্মেদ ইমু বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ আমাদের সাফল্যের অহংকার। অশুভ শক্তি প্রতিরোধে শেখ হাসিনার নেতৃত্বকে সুসংহত রাখতে জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়ে যাবে ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী। শেখ হাসিনা আছেন বলে নিরাপদে ঘুমায় বাংলাদেশ।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, নাঈম রনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য ওসমান গনি বাপ্পি, শাহরিয়ার সহ সম্পাদক মো. রাশেদ, শুভ ঘোষ, সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল, মোহাম্মদ আরাফাত রুবেল, ইমাম উদ্দিন নয়ন, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।