ঘরে তালা মেরে দম্পতিকে কুপিয়ে হত্যা

আলমডাঙ্গা থানার পুরাতন বাজার এলাকায় ঘরে তালা মেরে এক দম্পতিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌরসভার পুরাতন বাজার গিরিবাবুর মিলবাড়ীর সামনের একটি বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা বেগম (৬০)

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আলমডাঙ্গা পৌরসভাধীন পুরাতন বাজার গিরিবাবুর মিলবাড়ির সামনে একটি বাড়িতে নজির উদ্দিন ও তার স্ত্রী ফরিদা বেগমের মরদেহ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলে থানার টিমের পাশাপাশি ক্রাইম সিনের সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়াও পিবিআই ও সিআইডি টিমকে জানানো হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram