রোহিঙ্গা ক্যাম্পে জাফর মাঝিকে কুপিয়ে হত্যা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাফর আলম নামের এক রোহিঙ্গা মাঝিকে হত্যা করেছে।

বুধবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলম , ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকের মৃত বদিউর রহমানের ছেলে।

বুধবার ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো.ফারুক আহমেদ।

তিনি জানান,ভোর রাত সাড়ে ৩ টার দিকে ক্যাম্প-১৭ থেকে ২০/২৫ জন রোহিঙ্গা দুস্কৃতিকারী ক্যাম্প-১৮ এর এইচ -৫১ ব্লকে প্রবেশ করে পাহারারত ভলান্টিয়ারদের উপর আক্রমণ করে এবং ১-২ রাউন্ড গুলি করে। মোছাঃ রাবেয়া খাতুন, এর বাড়ির দক্ষিণ পার্শ্বে পাকা সিঁড়ির উপর ধারালো অস্ত্র দ্বারা মাথা, ঘাড় ও হাত-পাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জাফর আলমকে গুরুতর রক্তাক্ত জখম করে। অতিরিক্ত রক্তক্ষরনের কারনে ঘটনাস্থলে জাফরের মৃত্যু হয়।

ঘটনার সংবাদ শোনার সাথে সাথে দ্রুততম সময়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্প থেকে পুলিশ সদস্যরা ক্যাম্প-১৮ এলাকায় অভিযান পরিচালনা করে। দুষ্কৃতিকারীরা ঘটনার পর ক্যাম্প-১৭ এর দিকে পালিয়ে যায়। বর্তমানে ক্যাম্প-১৮ তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল অব্যাহত আছে। ক্যাম্পে প্রবেশে জোরদার চেকপোস্ট, সার্বক্ষণিক টহল ও ব্লক-রেইড এর মাধ্যমে ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

এই ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি ।

উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে সুরুত হাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram