পাঁচলাইশে বেদখল হওয়া ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

নগরীর পাঁচলাইশ থানার নাছিরাবাদ মৌজার বিএস ১৬৮৮ ও ১৬৮৭ দাগে প্রায় ১৫(পনের) শতক জমি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এর নেতৃত্বে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ ২০ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে এই অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সযোগিতা করে পাচলাইশ থানা পুলিশ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সম্পত্তি অবাঙ্গালী নেছার আহমদ পিতা আবদুল কাদের এর পক্ষে বাংলাদেশ সরকার এর নামে (সরকারি সম্পত্তি হিসাবে) ৬২৯ নং খতিয়ানে সর্বশেষ বিএস জরিপ চূড়ান্ত আছে। উক্ত জমি নিয়ে ভূমি আপিল বোর্ড (ফুল বোর্ড) মামলা নং- ৪-১৫৫/১৭ তাং- ২০/০৬/২০২২ মূলে সরকার পক্ষে রায় হয়।

রায়ের পরও ভূমি দস্যুচক্র উক্ত ভূমিতে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার সংবাদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান যে, রায়ের পরও ভূমি দস্যুচক্র উক্ত ভূমিতে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে সকাল ১০ টার দিকে সেখানে অভিযান চালিয়ে জমি উদ্ধার করা হয় এবং সরকারি সম্পত্তি হিসাবে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারী খাস জমি উদ্ধারে আমরা তৎপর রয়েছি।চট্টগ্রাম জেলার মহানগর ও উপজেলাগুলোতে বেহাত ও বেদখল হওয়া জায়গা উদ্ধার করা হচ্ছে। এই কয়েকদিনে ভূমিদস্যুদের কাছ থেকে সরকারের কয়েক কোটি টাকার জমি উদ্ধার করেছি। ভূমিদস্যুদের লোলুপতা থেকে সরকারি জায়গা উদ্ধারের জন্যে এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram