মীরসরাই‌য়ে দা‌ড়ি‌য়ে থাকা গা‌ড়ি‌কে ট্রা‌কের ধাক্কা,নিহত ৪

মীরসরাইয়ে সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বাস ও ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সরফুদ্দিন।

তিনি জানান, সড়কে একটি ট্রাক ও বাস দাঁড় করিয়ে রেখে চালকরা কোনো বিষয়ে তর্কাতর্কি করছিলেন। সে সময় পেছন থেকে যাওয়া আরেকটি ট্রাক গাড়িদুটিকে ধাক্কা দেয়। এতে চার জনের মৃত্যু হয়। কয়েকজন আহতও হয়।আহত ৫ জনকে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

তবে হতাহতদের পরিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram