মীরসরাইয়ে সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বাস ও ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সরফুদ্দিন।
তিনি জানান, সড়কে একটি ট্রাক ও বাস দাঁড় করিয়ে রেখে চালকরা কোনো বিষয়ে তর্কাতর্কি করছিলেন। সে সময় পেছন থেকে যাওয়া আরেকটি ট্রাক গাড়িদুটিকে ধাক্কা দেয়। এতে চার জনের মৃত্যু হয়। কয়েকজন আহতও হয়।আহত ৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।