ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় নসিমন ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ইমাম হোসেন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের জঙ্গলকৈয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নিহত ইমাম হোসেন ভূজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৈয়া এলাকার মোঃ ইসলামের পুত্র।
নিহতের পিতা ইসলাম জানান, ছেলে বাড়ির পাশে রাস্তায় খেলাধুলা করছিল, নসিমন গাড়ি ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
এ ব্যাপারে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।শিশুর পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।