ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ৫ সাংবাদিকের জামিন

রায়

চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন- সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি সেকান্দর হোসাইন, কালের কণ্ঠের মীরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু, যুগান্তর ও আজাদীর মীরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, আমার সংবাদের সীতাকুণ্ডর প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, ইত্তেফাকের মীরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলায় বিবাদী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহামদ খান রনি ও রেদোয়ান উদ্দিন।

২০২১ সালের ২২ মে কালের কণ্ঠে ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করায় মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলাটি (নম্বর- ৭০/২১) দায়ের করেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram